নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি উপলক্ষে শাটল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দিনে ছয় বার বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল করবে। পাশাপাশি ঈদের ছুটিতে ১-৩ সেপ্টেম্বর ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের ছুটির মধ্যে তিনদিন ছাড়া অন্যান্য দিন ট্রেন চলাচল করবে। এ সময়ে চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে শাটল ছেড়ে যাবে সকাল ৮টা, দুপুর ১টা ও রাত সাড়ে ৮টায়। ক্যাম্পাস থেকে শহরে ছেড়ে যাবে সকাল সাড়ে ৯টা, দুপুর আড়াইটা ও রাত সাড়ে ৯টায়। বন্ধের পর পুনরায় আগের সময়সূচিতে ট্রেন চলাচল করবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply