দিনের শুরুটা করেন তামিম ইকবাল কামিন্সকে চার মেরে। তারপর প্রথম সেশনটা আসলেই বাংলাদেশের অসাধারণ ছিল। প্রথম সেশনে উইকেট মাত্র ২টি। ১৭৬ রানের লিড নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ।
লাঞ্চের পরই বদলে যায় দৃশ্যপট। তামিমকে সাজঘরে ফেরান কামিন্স। এরপর মিরপুরে শুরু হয় লিওন ঝড়। লিওনের ঘূর্ণিতে প্রথমেই কুপোকাত হয় সাকিব। খুবই বাজে একটা শট খেলে মিড অফে ধরা পরেন সাকিব।
এরপর দারুণ ছন্দে থাকা মুশফিককে রান আউটের ফাঁদে ফেলেন এই স্পিনার। এরপর আবার বলে এসেই ফেরান সাব্বির রহমানকে।
মাঝে অবশ্য একটি উইকেট তুলে নেন অ্যাস্টন অ্যাগার। সেদিক থেকে বলাই যায়, দ্বিতীয় সেশনে মিরপুরে বয়ে যায় স্পিনারদের ঝড়। যে ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। যেখানে বাংলাদেশ ৩০০-এর বেশি রানের স্বপ্ন দেখছিল, সেখানে এখন ২৫০ রান করতে লড়ছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান।