বলিউড অভিনেত্রী নার্গিস ফকরিকে নিয়ে সম্প্রতি নানারকম জল্পনা চলছে ভারতীয় মিডিয়ায়। কখনও বিমানবন্দরে মিডিয়া ক্যামেরা থেকে মুখ লুকোতে দেখা গিয়েছে তাকে। আবার কখনও বা তার চেহারা দেখে বেবি বাম্প নিয়ে সন্দেহ বেড়েছে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবতীয় গসিপের উত্তর দিলেন নার্গিস নিজেই। নার্গিস লেখেন, ‘আমি আপনাদের জন্য কাজ করব। আর হ্যাঁ, আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই।’
নিজের ছবি শেয়ার করে রসিকতা করেছেন অভিনেত্রী। তিনি বলেন, বেশি খাওয়ার জন্য ওজন বেড়েছে। কিন্তু প্রেগন্যান্সির খবর পুরোটাই গুজব। তা হলে বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখে কেন মুখ লুকিয়েছিলেন নার্গিস? না! এ প্রশ্নের কোনও জবাব দেননি তিনি।
Leave a Reply