ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের শহীদ মোড় এলাকার শামছুল হকের ছেলে। ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। শনিবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে শাহাদুল এই দুর্ঘটনার শিকার হন।