অনলাইন ডেস্কঃ
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান অভিমত প্রকাশ করেছেন যে ফিলিস্তিনের গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধানের সাথে তুরস্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের বৈঠকটির 'ভিন্ন মাত্রা' রয়েছে।সোমবার তিনি ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি তুরস্কের সমর্থনের বিষয়টি আবারো জোরালো ভাবে ঘোষণা করেন।
৭ আগস্ট ২০২৩ ইং রোজ সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকশেষে এরদোগান বলেন, 'আমরা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আকাঙ্কারায় স্বাগত জানিয়েছি। এসময় আমরা আবারো ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি আমাদের দৃঢ় সমর্থনের কথা ঘোষণা করেছি।'গত ২৭ জুলাই মাহমুদ আব্বাস এবং ইসমাইল হানিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এরদোগান।
এ ব্যাপারে এরদোগান বলেন, 'আমাদের দেশের আয়োজনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার বৈঠকটি এই সফরের ভিন্ন মাত্রা যোগ করেছে।'এরদোগান বলেন, ফিলিস্তিনিদের মধ্যকার মতপার্থক্য অবসানকে তুরস্ক সমর্থন করে। আঙ্কারা ইসরাইল-ফিলিস্তিনি সঙ্ঘাত সমাধানে পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাসহ দৃঢ়ভাবে দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করে।