বিশেষ প্রতিনিধিঃ
সংস্কারের জন্য গত ১ আগস্ট থেকে চট্টগ্রামের কালুরঘাট সেতু বন্ধ করে দেওয়ায় কর্ণফুলী নদী পারাপারে চলছে ফেরি। নিয়ম নীতির তোয়াক্কা না করে যেনতেনভাবে চলছে ফেরি। জোয়ারের পানিতে বেইলি ব্রিজ ডুবে গেলে বন্ধ হয়ে যায় ফেরি পারাপার। ফেরি চলাচলে নিয়মনীতি না থাকায় বেড়েছে যাত্রী ভোগান্তি।
এনিয়ে ফেরি পারাপারকারী যাত্রী ও যানবাহন চালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দুইটি ফেরি চালু থাকার কথা থাকলেও চলে একটি। তাও সকাল ১০টার পর থেকে। রাত ১১টার পর বন্ধ রাখা হয় ফেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ জন। গতকাল বুধবার সকাল ৭টায় ফেরিঘাটে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন মো আলমগীর নামের এক সবজি বিক্রেতা। তিনি যাবেন রাঙ্গুনিয়ায় সবজি আনতে। এসে দেখি ফেরি চালু হয়নি।
তিনি বলেন, অনেক শোর চিৎকারের পর সাড়ে ৮টায় ফেরি চালু হয়। তাও একটি। নদীর দুই পাড়ে তখন শতশত গাড়ির লাইন।’
বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, শিক্ষার্থীরা স্কুল কলেজে যায়। চাকুরির কারণে কেউ শহরে, অনেকে বোয়ালখালী আসেন। সময় মতো যদি ফেরি না চলে তবে ফেরি সার্ভিস দিয়ে লাভ কি? স্কুল কলেজে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের জন্য সকাল ৬টা থেকে ফেরি চালু করতে হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন।
সওজের কর্তৃপক্ষ জানান, সকাল ৭টায় ফেরি চলাচল শুরু হয়। রাত দেড়টা অবধি ফেরি চালু থাকে। তবে একথা মানতে নারাজ ফেরি পারাপারকারী মানুষজন। তারা জানান, কোনো টাইম টেবিল নেই ফেরি চলাচলে। একে তো পানি মাড়িয়ে ফেরি পারাপার করতে হয়। এর মধ্যে সময় মেনে চলে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, ফেরি পারাপারের টাইম টেবিল মেনে চলার জন্য ফেরি কর্তৃপক্ষকে বলা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ফেরিঘাট পরিদর্শন করেন। নৌকায় যাত্রী পরিবহনের সময় সতর্কতা অবলম্বন করতে তারা নৌকার মাঝিদের সাথে কথা বলেন। মাঝিদের নৌকায় লাইফ জ্যাকেটসহ নিরাপত্তা মূলক সরঞ্জাম রাখার নির্দেশনা প্রদান করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply