মোঃ দিদারুল আলম,নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা! প্রয়োজন সরকারী,বেসরকারি সামাজিক ও মানবিক সহযোগিতা। এ'বন্যায় সাতকানিয়া,লোহাগাড়া, বান্দরবান, পেকুয়া, চকরিয়া, চন্দনাইশসহ চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্হিতির অবনতি হয়েছে, ঘরবাড়ি পানিতে ডুবন্ত ও বিপর্যস্ত মানুষ! এ'বন্যায়, সড়কে ভাঙ্গন ও যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দোকান-,ব্যবসা,বাণিজ্য ক্ষতিগ্রস্, কৃষি জমি,মৎস্য প্রজেক্ট, মুরগীসহ বিভিন্ন প্রাণীজ খামার প্লাবিত। জনজীবনে দুর্ভোগ ও ব্যাপক ক্ষয়ক্ষতি, শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা, বয়স্ক,শিশু ও রোগীদের অবর্ণনীয় কষ্ট, চিকিৎসা সেবা ও ত্রানতৎপরতা বিঘ্নিতসহ অবর্ননীয় পরিস্থিতি মোকাবিলা করছে মানুষ। এমতাবস্হায় পানিবন্দী মানুষের দূর্ভোগ লাঘবে সরকারী ও বেসরকারি সকল এনজিও, মানবিক সংস্থা, সমাজকর্মী ও প্রশাসনের দ্রুত সহযোগিতা জরুরী।