প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৩, ১০:৫৩ পি.এম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী আর নেই
মোঃ দিদারুল আলম দিদার,নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন,
আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই। "ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন" হৃদরোগসহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে ১৪ আগস্ট ২০২৩ ইংরেজি রোজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।
২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
Copyright © 2024 দৈনিক দেশি নিউজ 24. All rights reserved.