বিশেষ প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সদস্যরা আবারও বেপরোয়া হয়ে উঠেছে। গত ২সপ্তাহের ব্যবধানে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন থেকে প্রায় ২টি মোটরসাইকেল চুরি হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
একটি সংঘবদ্ধ সিন্ডিকেট চুরির ঘটনায় সক্রিয়ভাবে জড়িত। তারা বয়সে তরুণ। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এ তরুণরা।
ভাটিয়ারী ইউনিয়ন থেকে একের পর এক মোটরসাইকেল চুরি হওয়ায় মোটরসাইকেল চোরদের ধরতে বিভিন্ন পয়েন্টে পুলিশ তৎপরতা নেই বলে অভিযোগ রয়েছে চুরি হওয়া মোটরসাইকেল মালিকসহ সাধারণ লোকজনের।
ভুক্তভোগী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল চোর আটকের বিষয়ে পুলিশ আন্তরিক নয়।
যার কারণে সীতাকুণ্ডে এ পর্যন্ত বেশ কিছু মোটরসাইকেল চুরি হয়েছে।
আজ ১৪ আগস্ট সোমবার ভোর রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ তানভির হোসেনের বাসা থেকে একটি লাল ৪ভি লাল রংয়ের ১৫০ সিসি, চট্টমেট্রো - ল - ১৫-৩৪৫৬ নাম্বারসহ মোটরসাইকেল চুরি হয়।
কেউ কোথাও যদি দেখে থাকেন,অবশ্যই এই নাম্বারে-01621-583705 যোগাযোগ করবেন।