একটি জাতি কিভাবে উন্নতির শিকরে পৌঁছাতে পারে! যদি তারা হয়ে থাকে বিভক্ত! না,, পারেনা, কারণ বিভক্ত জাতি একে অপরের রক্ত চুষে আনন্দ উল্লাস করে, আর সেটিকে জীবনের একমাত্র সূখ মনে করে! তবে কে তাদের প্রকৃত সূখ কি সেটি বুঝাবে! পৃথিবীর কোন বাণী তাদের প্রকৃত অধিকার আর শান্তির পথ দেখাবে! যদি তারা নিজেরাই সেই পথ খুঁজে পাওয়ার চেস্টাই না করে! কিভাবে তারা তাদের নাগরিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পেয়েছে কি পায় নাই সেটি বুঝবে! সেটি কে তাদের বুঝাবে যদি তারা নিজেরাই সেটি বুঝার চেস্টা না করে! আসলে যেসব জাতি এই পৃথিবীতে ধ্বংস হয়েছে তারা প্রায় সবাই আগে বিভক্ত হয়েছে এবং ঐশী বাণীর অবজ্ঞা ও চরম অবহেলা করেছে, তারপরেই তারা ধ্বংস হয়েছে। আজও কিছু জাতি সেই একি পথে হাঁটছে, তার মধ্যে আমরা বাঙালি জাতি সবচেয়ে বেশি বিভক্ত হয়ে, চলেছি এক অজানা গন্তব্যে! আমরাও সেই ধ্বংস হওয়া জাতি লুত জাতি আদ জাতির মতো নিজেদের বিবেককে অল্প মূল্যে অথবা বিনা মূল্যে বিক্র করে দিয়েছি। কেননা আমরাও সেই ধ্বংস হওয়া জাতিদের মতো প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে জেনে শুনে সত্যকে লুকিয়ে অসত্যের পাশে থেকে সে চরম পাপ গুলোই করে চলেছি! আজ এমন পরিস্থিতি হয়েছে কেউ সত্যি কথাটা বলবে সেও পারছেনা! পরিশেষে এর পরিনতি সেই ভয়াবহ আজাব ছাড়া আর কি হতে পারে? আমাদের এখনো সময় আছে আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলার, তা নাহলে আমাদের জন্য সত্যিই এক ভয়াবহ দিন অপেক্ষা করছে।
#মোঃ দিদারুল আলম (দিদার)
সাংবাদিক ও হিউম্যান রাইটস একটিভিস্ট।