বিশেষ প্রতিনিধিঃ
সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা বলেছেন, কক্সবাজারে আশ্রয় ক্যাম্পে রোহিঙ্গারা চরম দুঃসময় অতিবাহিত করছে। প্রায় দেশ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর চাহিদা ও সমস্যা একইরকম। তাদের দায়িত্ব বহন করা এবং তাদের দেশে ফিরিয়ে নেয়ার দায়িত্বও মিয়ানমার জান্ত সরকারের। বাংলাদেশের মতো এতো জনবহুল দেশের পক্ষে এ বিপুল সংখ্যক রোহিঙ্গার ভার বহনের দায়িত্ব নেওয়া খুবই কঠিন। তাই এই রোহিঙ্গা সংকট মোকাবিলা ও উত্তরণে বিশ্ববাসীকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস প্রতিনিধিগন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ১৪ আগস্ট ২০২৩ ইংরেজি রোজ সোমবার সন্ধ্যায় কক্সবাজারস্থ রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে সফররত কংগ্রেস প্রতিনিধি দলের ২ সদস্য গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন।
সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তারা আরো বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা দিনদিন বাড়ছে। এবং এই রোহিঙ্গা সমস্যা হঠাৎ করেই সমাধান সম্ভব নয়। তাদের আশা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার মাধ্যমে তাদেরকে দক্ষতা অর্জনে সহায়তা করলে তারা তাদের পরিবার চালাতে পারবে। আর এই কঠিন কাজটি বাস্তবায়ন করতে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ব্রিফিংয়ে তারা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান এবং তাদের সাহায্যে প্রত্যেক দেশের চেষ্টা এবং বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। আমরা আশাবাদি খুব দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।