খাদেম আল হারামাইন পবিত্র কাবা ঘরের ঈমামগন ও কাবা শরীফের প্রধান ঈমাম শাায়েখ ড. আবদুর রহমান আল সুদাইসি এক টুইট বার্তায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়র হোসেন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। টুইটে বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন খ্যাতিমান ইসলামের খেদমত ছিলেন, শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার মাগফেরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামীন যেন শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের উচ্চ মাখাম জান্নাতুল ফেরদৌস দান করেন।