অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের বিষয়ে মাতব্বরে থামান ! বাংলাদেশের বিষয়ে মাতব্বরী না করে, নিজেদের ঘর সামাল দেন ! তা-নাহলে নিজেদের ধুতি থাকবেনা, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ভারতের উদ্দেশে বিএনপির এই নীতিনির্ধারক বলেছেন, ’আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিন। পরের ঘরের মাতব্বরি করা থামিয়ে দিন। বাংলাদেশের ১৮ কোটি মানুষ যেখানে আছে, সেখানে কারো মাতব্বরি আর টিকবে না, অবৈধ শেখ হাসিনা সরকারকে ভোটচোর শেখ হাসিনা সরকারকে ব্যাংক ডাকাত ধোঁকাবাজ মিথ্যুক সরকারকে আর সমর্থন করবেননা, গনতন্ত্রের এই দুশমনকে যদি ভারত আর সমর্থন করেন তবে বাংলাদেশকে ও বাংলাদেশের মানুষের সমর্থন ভালবাসা আপনারা চিরতরে হারাবেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। তার অধীনে আমরা আর কোনো নির্বাচনে যাবো না। আমাদের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি আবার ২০১৪ সালের মতো, ২০১৮ সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়- চ্যালেঞ্জ এদেশের ১৮ কোটি জনগণ এবার ছাড়বে না। আজ শুক্রবার বিকালে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।