বিশেষ প্রতিনিধিঃ
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ১৪ আগস্ট চাঁদপুর সিটি কলেজ চূড়ান্তভাবে এমপিওভুক্ত করায় চাঁদপুর সিটি কলেজের পক্ষ থেকে কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ সহিদুল ইসলাম স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব সুজিত রায় নন্দী এবং মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন।। এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সহিদুল ইসলাম স্যার বলেন, যতো দিন এই চাঁদপুর সিটি কলেজের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে ততোদিন মাননীয় প্রধানমন্ত্রী তাঁর এই ঐতিহাসিক ঘোষণায় চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণের কাছে চির অম্লান হয়ে থাকবেন ইনশাআল্লাহ্ । চাঁদপুর সিটি কলেজ এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, চাঁদপুর জাতীয় শোক দিবসের পূর্বমুহূর্তে ১৪ আগস্ট চূড়ান্তভাবে এমপিওভুক্ত করার মাধ্যমে এই কলেজ দু”টির অধ্যক্ষ, প্রভাষক মন্ডলী এবং কর্মচারীবৃন্দের দীর্ঘ দিনের কান্নার অবসান হলো । সেজন্য সুমহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি ।””
তিনি আরো বলেন , “” ইতিপূর্বে চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জননেতা জনাব সুজিত রায় নন্দীর আবেদনের আলোকে বিগত ৪ জুন-২০২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি একই চিঠিতে চাঁদপুর সিটি কলেজ এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ এমপিও ঘোষণা করেন যা বাংলাদেশের ইতিহাসে অদ্বিতীয় বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণার আলোকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পূর্বমুহূর্তে ১৪ আগস্ট মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ” চাঁদপুর সিটি কলেজ এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, চাঁদপুর “” চূড়ান্তভাবে এমপিওভুক্ত করার আদেশ জারি হয়েছে।
চাঁদপুর সিটি কলেজের পক্ষ থেকে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শহীদ হওয়া সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জননেতা জনাব সুজিত রায় নন্দী এবং মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘ নেক হায়াত কামনা করছি আমিন “”
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply