অনলাইন ডেস্কঃ
ইন্ডিয়ার উত্তরপ্রদেশে বৃদ্ধ এক মুসলিম পরিবারকে প্রতিবেশী হিন্দুরা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে। বৃদ্ধ দম্পতির অপরাধ হচ্ছে, তাদের ছেলে কয়েক বছর আগে গ্রমের একটি হিন্দু মেয়ের সঙ্গে পালিয়েছিল।
এই নৃশংস নেক্কারজনক ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ১৮ আগাস্ট ২০২৩ ইংরেজি রাতে, উত্তর প্রদেশের সীতাপুর জেলার রাজ্যেপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত দম্পতির নাম আব্বাস ও কামরুল নিশা - তাদের দুজনেরই বয়স ছিল ৫০ এর ওপর।
সীতাপুর জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্রা জানান, তারা ঘটনার তদন্ত শুরু করেছে, মূল হামলাকারী-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুরো ঘটনাটি হিন্দু ও মুসলিম পরিবারের দুই যুবক-যুবতীর প্রেম ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করেই হয়েছে, সেটি তিনিও স্বীকার কররছেন।