সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে গ্যাস রিফারিং করা’কালে বিস্ফোরনে গুরুতর আহত যুবরীগ নেতা আবু তাহের ( ৪৫) সাতদিন চিকিৎসা অবস্থায় থাকাকালীন আজ (২৩ আগষ্ট) বুধবার দুপুর দেড়’টায় ঢাকা শেখ হাসিনা বার্নার হাসপাতালে ইন্তেকাল করেন।
নিহত বাবু তাহের এর বড় ভাই বিশিষ্টি শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ আবুল কাসেম রাজা প্রতিনিধি কে বলেন,তাঁর ছোট ভাই আবু তাহের ব্যক্তিগত ব্যবসা গ্যাস সরবরাহের ডিপু রয়েছে।গত ১৬ আগষ্ট গ্যাস রিফারিং করা’কালে অসাবধানতায় একটি বোতল বিস্ফোরিত হয়,এতে আবু তাহের সহ আরো তিন কর্মচারী আহত হয়। সবাইকে চমেক হাসপাতালে ভর্তি করে,আবু তাহেরের অবস্হা সংকটাপন্ন দেখা দিলে তাকে ঢাকা শেখ হাসিনা বার্নার হাসপাতালে হস্তান্তরিত করে,সেখানে চিকিৎসাধীন অবস্হায় আজ বুধবার দুপুর দেড়’টায় তিনি ইন্তেকাল করেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আবু তাহের সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন,তাছাড়া করোনা কালীন সময়ে তার সমাজ সেবা ছিল প্রশংসনীয়,যেকোন সামাজিক কর্মকান্ডে তিনি বিশেষ ভূমিকা থাকতেন। আগামীতে তিনি চেয়ারম্যান প্রতিদন্ধিতা করার ও ইচ্ছা ছিল বলে তার বন্ধুদের সূত্রে জানা যায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply