সুনামগঞ্জ(ছাতক)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক থানার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেঁচান বাজারস্হ চেঁচান গ্রামে গৃহিণী আছমা বেগম (২৩) পিতা- মৃত ছৈয়দ আলী তালুকদার, কে স্বামী মোঃ জমিরউদ্দীন (২৮) পিতা-ছাদির আলী, সাঃ লক্ষম সোম, ইউনিয়ন জাউয়াবাজার,থানা-ছাতক সুনামগঞ্জ কতৃক নির্যাতনের শিকার হয়ে ৫ বৎসরের কন্যা সন্তানকে রেখে এক কাপড়ে স্ত্রীকে স্বামী'র সংসার থেকে বাহির করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গৃহিণী আছমা বেগম বলেন তিনি প্রায় একমাস যাবত আমি প্রশাসন ও বিভিন্ন মানবিক সংগঠন ও সংস্থার নিকট এই সমস্যা সমাধানের জন্য গেলেও কোথাও কোন সাহায্য না পেয়ে অবশেষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার কন্যা শিশুকে ফিরে পায়। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সচিব জনাব রাজু আহমেদ পীর এর নিকট স্বরনাপন্ন হন এই ভুক্তভুগী। উক্ত মানবাধিকার সংস্থার যুগ্ম সচিব জনাব রাজু আহমেদ বলেন, নির্যাতনের শিকার গৃহিণী আছমা বেগম আমাদের মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের নিকট ওনার প্রতি নির্যাতনের কথা জানালে, আমরা সাথে সাথে বিষয়টি সমাধানের জন্য অনুসন্ধান চালায় এবং বাদি-বিবাদি উভয়কে আমাদের কার্যালয়ে বসিয়ে উভয় পক্ষের উপস্হিতিতে উক্ত সমস্যা সমাধানে সক্ষম হই। এবং ৫ বছরের কন্যা শিশুটিকে তার মায়ের কোলে তুলে দিয়।