বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আহাদুল ইসলাম বিজয় (১৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিজয় উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর খায়ের আহমদ ডাক্তার বাড়ির হামিদুল হকের ছেলে। সে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রিয়াজুল জব্বার জানান, বিজয়ের মা ঘরে ছিলেন না। তিনি বিকেল সোয়া ৪টার দিকে বাড়িতে এসে রান্নাঘরে বিজয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বিজয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply