আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন এর ঘটনায় সংশোধননী আইন ২০০৩ এর ৯(৪) খ ধারায় মামলা দায়েরের ২১ দিন অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি আসামি।
এজাহার সুত্রে জানা যায়,ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে ধাউরারকুটি এলাকায় গত (৩০ জুলাই) রাত আনুমানিক ১১.১০ ঘটিকায় বিদ্যুৎ চলে গেলে ভুক্তভোগী মিনারা বেগম ঘর হতে বাড়ির গেটের ভিতর বাতাস খাওয়ার জন্য বাহির হলে সেই সুযোগে একই এলাকার মৃত ছবিউল্লাহর ছেলে আজিজুল হক রাজু পূর্ব হতে ওৎ পেতে থেকে পিছন হতে মিনারা বেগমের মুখে গামছা বেঁধে ডান হাত দিয়ে মুখ চেপে ধরে। মিনারা বেগম চিৎকার করার চেষ্টা করলে গলা চিপে ধরে টানা হেচড়া করে সুপারীর বাগানে নিয়ে পরনের কাপড় ছিড়ে ফেলে ও জড়িয়ে ধরে তার যৌন কামনা চরিতার্থ করার চেষ্টা করে। আজিজুল হক রাজু মিনারা বেগম কে জড়িয়ে ধরে জোরাজুরি করা অবস্থায় তার মুখের গামছা খুলে গেলে ভুক্তভোগী দেখতে পায় একই এলাকার মৃত ছবিউল্লাহর ছেলে আজিজুল হক রাজু। পরে মিনারা বেগম ডাক চিৎকার করলে আশপাশের প্রত্যক্ষদর্শী ১। সফিকুল ইসলাম (৪২), ২। বাবুল (৩৮) ঘটনা স্হলে এগিয়ে আসলে রাজু পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী তাকে উদ্ধার করে অপরিচিত অটোরিক্সাযোগে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
চিকিৎসা শেষে ভুক্তভোগী মিনারা বেগম ভূরুঙ্গামারী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৪) খ একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৩, জিআর১৮২/২৩ ভূরুঙ্গামারী, মামলা দায়েরের ২১ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী ও তার পরিবারের ভয়ভীতিতে রয়েছে। ভুক্তভোগী আরো জানায় মামলার আসামি রাজু প্রকাশ্যে হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত রাজু কে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি করছে ভুক্তভোগী ও তার পরিবার।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে।