কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিহাট ছোট খাটামারী এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৭.২০ ঘটিকায় এস আই শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এএস আই রাজু আহম্মেদ, এএস আই হারুন অর রশিদ, এএস আই পরিতোষ কুমার সরকারসহ সঙ্গীয় অফিসারের সহায়তায় ভূরুঙ্গামারী থানাধীন জয়মনিহাট ছোট খাটামারী এলাকার বাবু মিয়ার গোয়াল ঘরের ভিতর হতে ৪ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জয়মনির হাট ইউনিয়নের ছোট খাটামারী এলাকার মৃত আজিজুল হকের ছেলে জসিম উদ্দিন (২৫), এলাচ ব্যাপারীর ছেলে মিলন বাবু (২০), মৃত মজিবর রহমানের ছেলে আসাদুল ইসলাম (৩০)।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদককারবারিকে আটক করা হয়েছে। এবং এসময় বাবু নামের একজন পালিয়ে যায়। পলাতক ১ জনসহ আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply