সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিজিবি চট্টগ্রাম অঞ্চল ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, বুধবার রাত ১০ টায় ঝিনাইদহের শৈলকুপা থেকে শ্যামলী এনআর (ঢাকা মোট্রো-ব-১৫-২০৭৯) বাসটি ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে,
এই বাসে করে মাদক আসছে, এমন গোপন সংবাদ পেয়ে বাসের অবস্হান ও খবরাখবর রাখা হয়,আমাদের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর নিয়ে একটি টিম আজ বৃহশপতিবার সকাল ১০ টায় ভাটিয়ারীতে, এ'সময় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, সীতাকুণ্ড এসি ল্যান্ড নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম, পুলিশ সহ অবস্হান নিয়ে অপেক্ষা করছিল,মাদক বহন কৃত বাসটি ভাটিয়ারী পৌছলে মহাসড়ক ব্যারিকেট দিয়ে বাসটি থামানো হয়, এবং প্রশিক্ষিত কুকুরটি সিটের নিচে ফেলে রাখা পাঁচটি নীল প্যাকেটে মোট এক কেজি হিরোইন উদ্ধার করে,উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা।
উল্লেখ্য,ইতিমধ্যে গত দুই মাসে দুই কেজি হিরোইন আটক করেছে এই টিমটি।