কমিটির আহ্বায়ক আলি আজম, সদস্য সচিব ফিরোজা বেগম হিরা নির্বাচিত হয়েছেন।
এ্যাডভোকেট মোস্তফা নুর বলেন, লুটেরা পরিবার তন্ত্র ও কালো টাকার মালিকদের অপদখল হতে রাজনীতিকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ।
২ সেপ্টেম্বর ২০২৩ ইং সীতাকুন্ড পৌর সদরে অনুষ্ঠিত সভা প্রোগ্রাম জেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিএনএম এর সীতাকুণ্ড পৌর কমিটি গঠন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট এম এন মোস্তফা নূর, জেলা কমিটির সদস্য মোহাম্মদ তারেক, সীতাকুণ্ড উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ইদ্রিস মিয়া।
উক্ত সভায় উপস্থিত প্রত্যেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সবার মতামতের ভিত্তিতে বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আলী আজমকে আহবায়ক এবং বিশিষ্ট নারী নেত্রী ফিরোজা বেগম হিরাকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড পৌরসভা আহ্বায়ক কমিটি গঠিত হয়।
যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ নুরুল আমিন, নুর নবী এবং মাসুমা বেগম। যুগ্ম সদস্য সচিব যথাক্রমে : মোঃ শফি, আব্দুল আজিজ এডভোকেট বিবি খাদিজা তৃষাকে দায়িত্ব অর্পণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকেই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রাখে। প্রত্যেকে মন খুলে সত্য বলার অধিকার রাখে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় রাজনীতিতে মানুষ বিতশ্রদ্ধ। মানুষ সত্য বলতে ভয় পাচ্ছে। একশ্রেণীর লুটেরা কলোটাকার মালিক এবং পরিবারতন্ত্রের অপ দখলে চলে গেছে রাজনীতি।
লুটেরা পরিবার তন্ত্র ও কালো টাকার মালিকদের অপদখল হতে রাজনীতিকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ।
শেষে মোনাজাত পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন।