চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হককে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলেক্ষে মিরসরাই প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রথম আলো উত্তর আমেরিকার প্রধান প্রতিবেদক, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক তার দীর্ঘ এক যুগেরও বেশি মফস্বল সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। একই সাথে তার আগের কর্মস্থল দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বকোণে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন।
এ সময় তিনি সাংবাদিকতার ধরন ও পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয়ে অতীত ও বর্তমানের তারতম্য তুলে ধরেন।
মিরসরাইয়ে সাংবাদিকতা যেন আরো সমৃদ্ধ হয়, এমন আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ মনজুরুল হক বলেন, ‘সাংবাদিকদের কলম থাকবে ন্যায়ের পক্ষে। অন্যায় ও অনাচারের বিরুদ্ধে লিখনির মাধ্যমে সোচ্ছার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন গণমাধ্যমের চর্চা ফিরে আসা দরকার।’
এ সময় তিনি মিরসরাই প্রেস ক্লাবের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হক জিল্লু, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আজমল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।