তিনি ডেপুটি এটর্নি জেনারেল পদ থেকে অপসারিত হচ্ছেন বলে জানা যাচ্ছে! সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে তিনি সই করবেন না বলে সাংবাদিকদের জানানোর কারণে এই অপসারণ হতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
সাহসী ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ সাংবাদিকদের বলেন, ড. মোঃ ইউনূসের পক্ষে ১০০ জন সম্মানিত নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি সম্মানিত বিদেশিগন বিবৃতি দিয়েছেন। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনও আছেন। উক্ত বিবৃতিতে তারা বলেছেন যে—ড. মোঃ ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তারও আগে ‘নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য।আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’
ডেপুটি এটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া, সাংবাদিকদের বলেন, এটা আমার নিজস্ব চিন্তা। একজন সম্মানিত মানুষকে মর্যাদাহানি করতে পারিনা।কেউ কেউ এটি নিয়ে গণমাধ্যমে কথা বলা এবং এটিকে একটি ইস্যু বানানো সরকারের শৃঙ্খলা পরিপন্থী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মত একটি দায়িত্বপূর্ণ পদ থেকে এমন বক্তব্য দিতে পারেননা।
ইতিমধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এমরান আহমেদ ভূঁইয়াকে অপসারণ করা হতে পারে বলে জানা গেছে।