বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে উপজাতীয় অস্ত্রধারীরা ঐ পর্যটক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, অপহৃত শিক্ষার্থী ঢাকা বিশ^বিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি জানান, অপহৃত শিক্ষার্থী তার লোক প্রশাসন ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব রকমের প্রচেষ্ঠা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ।
অপহৃত দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে। কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।
এদিকে, অপহরণকারিরা উপজাতীয় সম্প্রদায়ের হলেও তারা কোন দলের সাথে সম্পৃক্ত সেটি এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।