চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি চালক ফরিদকে প্রকাশ্য দিবালোকে সন্রাসী চাঁদাবাজ বহু মামলার আসামী মোঃ হোসেন ও মোঃ জাহেদের নেতৃত্বে গত ৮.০৯.২০২৩ ইং কাপ্তাই রাস্তার মাথায় রেল বিটে যাত্রী নামানোর সময় হঠাৎ চাঁদাবাজ-টোকেন ব্যবসায়ীর সদস্যরা মোঃ হোসেন,মোঃ মোঃ দিদার মোঃ জাহেদ সিএনজি চালক কে টোকেন নিতে বাধ্য করে, চালক টোকেন নিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্য দিবালোকে শত শত পথযাত্রী ও সিএনজি চালকের সামনে ড্রাইভার মো ফরিদের ওপর ১০/১৫ জনের লাঠিয়াল বাহিনী নিয়ে অতর্কিত হামলা ও সমিতির অফিসে নিয়ে কিল, ঘুসি লাথি সহ মারাত্মকভাবে মারধর করে রক্তাক্ত ও জখম করে। এই অবৈধ ভূয়া সমিতির ব্যানারে কাপ্তাই রাস্তার মাথায় রাউজান,হাটহাজারী,
রাঙ্গুনিয়াগামী রেল বিটের ওপর সড়ক দখল করে সিএনজি টেক্সি টার্মিনাল, লাঠি হাতে জোর পুর্বক সিএনজি চালকদের প্রকাশ্যে টোকেন বানিজ্যের নামে সংঘবদ্ধ সন্রাসীরা চাঁদাবাজি করতে দেখা যায়৷ এদিকে বোয়ালখালী,পটিয়া গামী সিএনজি টেক্সি টার্মিনাল গ্যাস পাম্পে সামনে চাঁদাবাজদের লাঠি হাতে সড়ক নিয়ন্রণ করে লাইন পরিচালনা করে যাত্রী,ব্যবসায়ী,চাকুরীজীবি,স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা চরম ভোগান্তির শিকার। দিশেহারা কাপ্তাই রাস্তার মাথায় দিয়ে চলাচলের সকল পেশার মানুষ।
চালক সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে ভূয়া সিএনজি সমিতির ব্যানারে পুলিশ প্রশাসনের যোগসাজসে সন্ত্রাসীর গডফাদার মোঃ হোসেন, মোঃ দিদার ও মোঃ জাহেদ বাহিনীর নেতৃত্বে সঙ্গবদ্ধ সন্রাসী চাঁদাবাজেরা সিএনজি টেক্সি টোকেন বানিজ্যের নামে সড়ক দখল করে সিএনজি টেক্সি টার্মিনাল বসিয়ে সড়ক দিয়ে চলাচলরত সকল সিএনজি টেক্সি মাসিক টোকেন ১০০০টাকা, যত আসবে ততবার ১০/২০ টাকা ধার্য করে সিএনজি সমিতির নামে চাঁদা আদায় করছে বলে ভোক্তভোগী সিএনজি চালকেরা জানান, রাঙ্গুনিয়া,রাউজান,হাটহাজারী,বোয়ালখালী,পটিয়ার গ্রাম সিএনজি গ্যাস নেওয়ার জন্য কাপ্তাই রাস্তার মাথা আসা- যাওয়া করে।
এ সুযোগে কাপ্তাই রাস্তা মাথায় শক্তিশালী অঘোষিত সিএনজি সমিতির চাঁদাবাজেরা প্রতি সিএনজি মাসিক ১০০০ টাকা দৈনিক লাইন খরচ নামে গাড়ী যতবার ততবার ১০/২০ টাকা চাঁদা আদায় করে কাপ্তাই রাস্তার সন্রাসীর গডফাদার বহু মামলার আসামী চাঁদাবাজ মোঃ হোসেন সহ মোঃ জাহিদ, দিদার, বাদশা,মোরশেদ,জুয়েল সিএনজি চালক থেকে পুলিশ প্রশাসনের যোগসাজসে টোকেনের টাকা আদায় করে প্রতিমাসে টোকেনের টাকা অর্ধ্বকোটি আদায় করে বলে চালকেরা জানান।
সরেজমিনে গেলে দেখা যায়,কাপ্তাই রাস্তার মাথায় পশ্চিম পার্শ্বে সরকারী রেলের জায়গা দখল করে সিএনজি সমিতির অফিস নামে টর্চার সেল বা সন্রাসীর আস্তানা গড়ে তুলেছে, সেখানে প্রকাশ্য মদ জুয়ার আসর বসে পুলিশ প্রশাসনের, সন্রাসীর গডফাদার মোঃ হোসেন অনেকবার গ্রেপ্তার হয়েছেন৷
চালকেরা চাঁদা দিতে অস্বীকার করিলে টর্চার সেলে ধরে নিয়ে মারধরের ঘটনার সংবাদ পত্রে প্রতিনিয়ত সংবাদ প্রকাশির হয়৷ কাপ্তাই রাস্তার মাথায় পুলিশ ও ট্রাফিক বিট থাকার স্বও্বেও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজেরা ১৫/২০ জন চাঁদাবাজ হাতে লাঠি নিয়ে সড়ক দখল করে যাত্রী উঠা নামা সহ সড়ক নিয়ন্রণ করে কেউ প্রতিবাদ করলে নেমে আসে পথযাত্রী ও চালকদের উপর মারধর সহ শারীরিক নির্যাতন। সিএনজি চালকেরা জানান,
কাপ্তাই রাস্তার মাথা দিয়ে মেট্টো সিএনজি চলাচল করিলেও চাঁদা দিতে হবে টোকেন দাতাদের ঘোষনা। যতবার আসবে ততবার ১০ টাকা দিতে হবে। কাপ্তাই রাস্তার মাথায় চালক ও যাত্রী হয়রানির সংবাদ জাতীয় এবং স্হানীয় সংবাদ পত্রে খরব প্রকাশিত হয়। চালক ও যাত্রী হয়রানির ঘটনা জানতে সরেজমিনে গেলে দেখা যায়,ট্টাফিক পুলিশের দায়িত্বের মতো হাতে লাঠি ১০/১২ জন চাঁদা বাজেরা সড়ক নিয়ন্রণ করছে। সড়ক দখল করে যাত্রী উঠা-নামা চাঁদা আদায় করতে দেখা গেছে। এলাকার প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় প্রকাশ্য দিবালোকে গাড়ীর চালক-দোকানপাট,সহ চাঁদার টাকা আদায় করে, পুলিশ প্রশাসনের কাছে শত শত অভিযোগ থাকার পরও প্রশাসন নির্বিকার বলে এলাকাবাসী ও চালক সুত্রে জানা যায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply