আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) ইংরেজি বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ সাঈদ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রার্থী বাকের ভুঁইয়া। এসময় তিনি নিজের চুড়ান্ত প্রাথীতা ঘোষণা করে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে ও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশেগহণ করতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্বপরিকর।
আমি আওয়ামীলীগ'র দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি দীর্ঘদিন ধরে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবা করে আসছি। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই। এসময় তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় বাকের ভূঁইয়াকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মাইমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রাব্বানী,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রতন মিত্র,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলানী ,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বিজয় চক্রবর্তী, আবুল হোসেন (বাবুল)সহ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূল আওয়ামী লীগের সাংগঠনিক আশা ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মীবান্ধব নেতা সৃষ্টি করার ও বানানোর কারিগর সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে সংসদীয় ৪ আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করি।