ননএমপিও প্রত্যেক শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর নিকট অটোরিকশা ও সেলাইয়ের মেশিন চেয়েছেন চাঁদপুর সিটি কলেজের প্রভাষক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে একসাথে এমপিওভুক্তির ঘোষণা করতে না পারলে এসব শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রত্যেক পুরুষ শিক্ষককে একটি অটোরিকশা ও প্রত্যেক মহিলা শিক্ষককে একটি সেলাইয়ের মেশিন কিনে দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ করে চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের সিনিয়র প্রভাষক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এবং সাংবাদিক ও কলামিস্ট মোঃ শামসুল আলম (সুজন) তাঁর নিজস্ব ফেসবুকে ( Khandokar Shamsul Alam) পোস্ট করেছেন। মুহূর্তেই উক্ত পোস্ট ভাইরাল হয়ে যায়।
বাংলাদেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের স্বার্থে
নিচে শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শামসুল আলম সুজন এর ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হয়েছে:---
""" মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করতে না পারলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের একটা করে অটোরিকশা / সেলাইয়ের মেশিন কিনে দিন ।।
এতে অন্তত দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে দিনের অবশিষ্ট সময়ে পুরুষ শিক্ষকেরা অটোরিকশা চালিয়ে। এবং মহিলা শিক্ষকেরা সেলাইয়ের মেশিনে পোশাক তৈরি করে তাদের পরিবারবর্গের জন্য ডাল ভাতের ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং তাহলে হয়তোবা ননএমপিও শিক্ষক কর্মচারীদের মৃত্যুর মিছিল কিছুটা হলেও বন্ধ হবে । বেঁচে যাবে অসহায় শিক্ষক কর্মচারীদের পরিবারবর্গ ।
দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে আক্ষেপ করেই মাননীয় প্রধানমন্ত্রীকে এই মানবিক অনুরোধ করছি বৈ অন্য কিছুই নহে।।
অপ্রিয় হলেও সত্য রাষ্ট্র ও সরকার যন্ত্রের বিরুদ্ধে কেউ মানহানি বা কটুক্তি করলেই মুহূর্তেই প্রধানমন্ত্রীর কানে পৌঁছে এবং শুরু হয় " Every Action has an equal and opposite Reaction " সূত্রের মতোই আইনী ব্যবস্থা কিন্তু দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের হাহাকার , মানবেতর জীবন-যাপন, আত্মহত্যা , মৃত্যুর ঘটনা মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছে না ।
বাংলাদেশের মিডিয়া গুলো কি তৈলবাজ ও হালুয়া রুটির ধান্দাবাজী করে--??? ।
তাই রাষ্ট্র ও সরকার যন্ত্রের সফলতার পাশাপাশি ব্যর্থতা সমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মিডিয়ায় প্রকাশ করার মাধ্যমে ভুলে ধরতে সাহস পায় না।
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ননএমপিও শব্দটি চিরকালের জন্য বিলুপ্ত ঘোষণা করে, অবশিষ্ট সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে একসাথে এমপিওভুক্তির ঘোষণা করা জরুরী বর্তমান সরকারের জন্য ফরজ কাজ বলে মনে করি ।
দেশের সর্বস্তরের ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন যাপন, মৃত্যুর মিছিল আর কতকাল চলবে , এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা কি বাংলাদেশের নাগরিক নয় এবং এরা কি রোহিঙ্গা কিংবা রাজাকার---??? এই প্রশ্নটা স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেই আমি করলাম।
-----------বিনয়াবনত----------
মোঃ শামসুল আলম (সুজন)
প্রভাষক : পদার্থবিজ্ঞান
চাঁদপুর সিটি কলেজ, চাঁদপুর
চেয়ারম্যান: চট্টগ্রাম বিভাগ
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং সাংবাদিক ও কলামিস্ট
মোবাইল: 01713933260