বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সবকিছুতেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে সরকার।
আমরা ক্ষমতায় যাওয়া জন্য আন্দোলন করছি না। আমরা এদের হাত থেকে বাংলাদেশকে মুক্তি করার জন্য আন্দোলন করে যাচ্ছি।’
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ'অভিযোগ করেন।
‘এমন কোনো থানা নেই, যেখানে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা নেই। আমর দুঃখ হয়, কিছু শিক্ষিত লোক সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোথায় গেল আমাদের সেই ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্বপ্ন!’
সরকারের বোধোদয় উদয় হওয়ার। তারা অবশ্যয়ই এ পথ থেকে সরে আসবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষকে সরকার বোকা ভাবে, তারা ভাবে যা বলবে তাই হবে। এটা তাদের ভুল ধারণা। দেশের মানুষ এখন আর বোকা নয়।’
এ সময় তিনি রংপুর ১৬ সেপ্টেম্বর ও বগুড়াতে ১৭ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এমরান সালেহ প্রিন্স প্রমুখ।