চট্টগ্রাম সীতাকুণ্ড মাদ্রাসা থেকে বাড়ী ফিরে খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরে ডুবে মারা গেল মাদ্রাসার ছাত্র (০৪) উমায়ের। পরিবার সূত্রে জানায়,মাদ্রাসা থেকে ফিরে মা কে বলেছিল- মা ক্ষুধা লেগেছে। মা তাকে আপেল খেতে দেয়।
ছোট মাসুম বাচ্চাটি আপেল খেতে খেতে বালু নিয়ে খেলা করতে লাগলো। ঘরের পেছনে বালু নিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে যায়। উমায়ের পানিতে পড়ে যাবার পর আর উঠতে পারেনি। হয়তো অনেক চেষ্টাও করেছিল সে উঠার জন্য।
কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। সবশেষে পুকুরেই পাওয়া গেল প্রাণের সন্তান উমায়েরকে। তবে ততক্ষনে সে আর বেঁচে নেই। তবুও দ্রুত উদ্ধার করে নিয়ে যান সীতাকুণ্ড ম্যাডিকেল। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাটি ঘটে আজ (২৬ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ডের মুরাদপুর বাংলা বাজার এলাকায় সর্দার বাড়িতে। প্রবাসী সোহরাব এর সন্তান উমায়ের। প্রবাসীর শিশু পুত্র কে শেষবাবের মতো দেখতে বাবা বাড়ীতে ছুটে আসছেন বলে জানাযায়।
যে সন্তানের গায়ে একটু ঠান্ডা লাগবে বলে সব সময় চোখে চোখে রাখতো মা। আজ সে সন্তানকে রাখা হয়েছে ঠান্ডা ডিপ ফ্রীজে। এমন বিলাপ করেই মা কান্না করছে সন্তানের জন্য।