হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন,কৃষি ভিত্তিক বাংলাদেশের গ্রাম এলাকায় কৃষকদের গরু,ছাগল,ভেড়া,হাস মুরগী পালন হলো আয়ের বড় অংশ।
বছরে হাজার হাজার পশু পিপিআর সহ নানান অজ্ঞাত রোগে মারা যায়,এসব পশু পাখিদের সুস্বাস্হ সম্মত ভাবে পালন করতে হলে নিয়মিত টিকা দিতে হবে,তাই উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের মাধ্যমে পিপিআর টিকা প্রদান আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো।
সকল পশুপালনকারীদের এই বিনা মূল্যে সেবা নিতে সংশ্লিষ্ট কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
তিনি আজ শনিবার সকাল ১১ টায় হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া মনা পাড়া ত্রিপুরা পল্লিতে বিশেষ ক্যাম্পে ছাগল- ভেড়ার পিপিআর টিকা প্রদান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হাটহাজারী উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডাক্তার সুজন কানুনগোর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলম,প্যানেল চেয়ারম্যান মোঃ সফিউল আজম মেম্বার, হাটহাজারী সভাপতি ও আজাদীর প্রতিনিধি কেশব কুমার বড়ুয়া।
উপস্হিত ছিলেন তারেক মেম্বার,সাংবাদিক আলমগীর,বড়ুয়া গোষ্ঠির অন্যতম নেতা ডবল বড়ুয়া,পশুসম্পদ বিভাগের কর্মকর্তা, কর্মচারীগন, সাংবাদিক,উপজাতীয় নৃ-গোষ্টি,ও উপকারভোগীগন।