জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় গত ২১/০৯/২০২৩ইং চট্টগ্রাম বায়েজিদ থানা এলাকার মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে গত ২৮/০৯/২০২৩ইং রাত-১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে বায়েজিদ থানাধীন চন্দন নগরে নিজ বাসার সামনে জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার স্টাফ রির্পোটার ও চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক(সাবেক) সাংবাদিক মো: হাসানুল আলমের উপর স্থানীয় মাদক কারবারি মোঃ শরীফ অতর্কিত হামলা করে।
জোর করে পার্শ্ববর্তী মাদক কারবারি মো: শরীফের বোন নাসিমার কলোনির সামনে নিয়ে গিয়ে উপর্যুপরি কিল ঘুসি দিতে থাকে এবং তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। সাংবাদিক মোঃ হাসানুল আলম আহত অবস্থায় দৌড়ে মো:শরিফের বোন নাসিমার বাসায় ঢুকে গেলে কোন রকমে প্রাণে বেচেঁ যায়।
পরে স্থানীয় লোকজন সাংবাদিক মো: হাসানুল আলম কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা খবর পেলে সাংবাদিক মোঃ হাসানুল আলমকে দেখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা পরবর্তী সকল সাংবাদিকবৃন্দ মো:হাসানুল আলমকে নিয়ে চট্টগ্রাম বায়েজিদ থানায় উপস্থিত হয়ে মাদক কারবারি শরীফের বিরুদ্ধে মামলা করার কথা বললে বায়েজিদ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বলেন,মামলা ও সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।
কিন্তু ঘটনার তিন চার দিন অতিবাহিত হলেও অভিযুক্ত মাদক কারবারি মোঃ শরীফ গ্রেফতার না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ ২৯/০৯/২০২৩ইং চট্টগ্রাম বায়েজিদ থানাধীন টেক্সটাইল মোড়ে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ,অন্যান্য গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ উপস্হিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করেন।
প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক নেতারা প্রশাসনের উদ্দেশ্যে বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের বায়েজিদ এলাকা সহ বাংলাদেশের সকল মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মাধ্যমে বাংলাদেশকে মাদকমুক্ত করতে হবে।
বক্তারা আরো বলেন- সাংবাদিক মোঃ হাসানুল আলম এর উপর হামলাকারী মাদক কারবারি মো: শরীফকে দ্রুত গ্রেপ্তার করে মামলার আওতায় না আনলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি সহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
মাদক কারবারি শরীফ গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক মোঃ হাসানুল আলম পেশাগত দায়িত্ব পালনে ও পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply