চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির কর্মীদের কে ভূল তথ্য দিয়ে আওয়ামী লীগের সাতে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন জানায়,আমি রোড মার্চ সফল করতে বেশ কিছুদিন যাবত হাটহাজারীর গ্রামের বাড়ীতে অবস্হান করে প্রস্তুতি সভা করছি,
এই সুযোগটা কাজে লাগিয়ে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া সহ উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির কর্মীদের কে ক্ষমতাশীল দলের কিছু নেতা ব্যারিষ্টার মীর হেলালের সভায় যাবে ও তারাও বিএনপিতে যোগ দিবে এমন মিথ্যা ভূল তথ্য দিয়ে কর্মীদের কে তাদের দলীয় সভা সমাবেশে নিয়ে গেছে,অনেককে নেয়ার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন,আমাকে অনেকে ফোন করে জানতে চেয়েছে কোন কর্মসূচী আছে কিনা,সরকার দলীয় কেউ যোগদান করবে কিনা,বাস্তবে এমন কোন আলোচনা কারো সাথে হয়নি,তারা মিথ্যা কথা বলে বিএনপির সহজ সরল কর্মীদের কে তাদের সাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে,মীরের হাট কয়েকজন কে নিয়েও গেছেন।
তিনি কারো বলেন,সাধারন জনগন তাদের প্রলোভনে আর পা দিবেনা,তিনি সকলকে সজাগ থাকার আহবান জানান, সকল কে রোড মার্চে অংশগ্রহন করার জন্য আহবান জানান।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply