বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিশি রাতের সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আজ মানুষ দ্রব্যমুল্যের উর্ধগতিতে মানুষ দিশেহারা। ওরা বেগম খালেদা জিয়াকে স্লো প্রয়োজন দিয়ে হত্যার চেষ্টা করছে। আমরা মাঠে নেমেছি, পদত্যাগ না করা পর্যন্ত মাঠ ছাড়বো না। ভোট ডাকাতির পয়তারা করছে। আমরা রাজপথে প্রতিহত করবো।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় বিএনপির রোড মার্চে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে রোর্ড মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পরে দুপুর ১২টায় গোয়ালন্দ মোড় থেকে রোর্ড মার্চ শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় বসন্তপুর পথসভা করেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন , সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি এ্যাড. আসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সহ সকল সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদকরা।
এক দফা দাবী আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ী জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। তবে জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন একটি গ্রুপের নেতৃত্বে গোয়ালন্দ মোড় ও অপরগ্রুপের রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুর নেতৃত্বে নেতাকর্মীরা বসন্তপুরে সমাবেশ করেন।