আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন ছাতক উপজেলা শাখা জাউয়া-বাজার কার্যালয়ে ভুক্তভোগী নারী মোছাঃ মাছুমা বেগম (২০) পিতা- আকবর আলী, সাং- মেন্দা আলমপু,ডাক – দোহালিয়া বাজার,থানা- দোয়ারা বাজার,জেলা – সুনামগন্জ,কতৃক গত ২৫-০৯-২০২৩ ইং একখানা পারিবারিক কলহের জেরে স্বামী ও শাশুড়ী কতৃক নির্যাতনের শিকারের অভিযোগ দেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে (১)স্বামী মোঃ রুবেল মিয়া (২৬)পিতা- মৃত ফারুক মিয়া,(২)শাশুড়ী আছমা বেগম(৫০) স্বামী- মৃত ফারুক মিয়া,সাং- বাদুল্লাপুর,ইউ/পি – পুর্ব পাগলা,থানা দক্ষিণ সুনামগঞ্জদ্বয় কে নোটিশ করলে অদ্য ০৫-১০-২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ঘঠিকায় সংস্হার কার্যালয়ে কেন্দ্রীয় যুগ্মসচিব রাজু আহমদ পীর এর উপস্হিতিতে বাদীনির অভিযোগ সত্য স্বীকারে ভবিষ্যতে এমন আচরণ করিবেনা মর্মে অঙ্গিকার নামা প্রস্তুত ক্রমে স্ত্রীকে স্বামী সংসারে ফিরিয়ে নেয়া হয়। সংস্হার সফল কার্যক্রম পরিচালনায় উপস্থিত সকল গন্যমান্য ব্যাক্তিবর্গ সংস্হার সফলতা কামনা করেন। শালিস বৈঠক পরিচালনা করে মানবাধিকার সংস্থার ছাতক উপজেলা কোমিটির সেক্রেটারি বাবু দিনেশ দেবনাথ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply