দেশব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলন কর্মসূচি ঘিরে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের পাল্টা কর্মসূচি বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানায়।
দুই (০২) নং জালালাবাদ ওয়ার্ড শাখার উদ্দ্যেগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বায়েজীদ মাজার গেইট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বায়েজিদ থানা দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
জাতীয় শ্রমিকলীগ ০২ নং জালালাবাদ ওয়ার্ড শাখার সভাপতি সুমন শেখের সভাপতিত্বে ও ২ নং জালালাবাদ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ-সম্পাদক শেখ ফজলে রাব্বীর পরিচালায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনির, ২ নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আশিকুর রহমান খোকন, যুবলীগ নেতা সোহেল রানা।
সভায় বক্তাগণ বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাতের সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রমকে শক্তহাতে প্রতিহত করা হবে বলে হুশিয়ার করেন। আওয়ামীলীগ সরকার ইতিমধ্যে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছেন। আগামীদিনেও দেশের সাধারণ মানুষ দেশের সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে বলে মন্তব্য করে।
এই সময় আরো উপস্থিত ছিলেন
যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ২ নং জালালাবাদ ওয়ার্ড কৃষকলীগের সাধারণ-সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ওসমান গনি মনা, সহ-সভাপতি নুরুল হক নুরু, মো: সাদ্দাম হোসেন, জালালাবাদ কৃষকলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক নিশাত চৌধুরী রিপন,যুবলীগ নেতা ফয়সাল, শামীম, আরিফুল মোস্তফা রাকিব, পারভেজ তারেক, সোহাগ, ইব্রাহিম, জিয়া, সোহেল, সালাউদ্দিন, মামুন, কামাল, ইয়াসিন, আরাফাত সহ প্রমুখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply