রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৫) বিরুদ্ধে রাজবাড়ীতে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। ওই মামলায় বুধবার দুপুর পৌনে ১২ টায় হাজিরা দিতে আদালতে তোলা হয়।
গত ২৪ মে ও ২৫ মে দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে দুটি মামলা দায়ের করা হয়।
মামলা দুটি দায়ের করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক- শেখ সোহেল রানা টিপু ও পাংশা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস।
মামলার আর্জিতে উল্লেখ করেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে।
মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য বলেন।
মামলায় স্বাক্ষী দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুন অর রশিদ মানিক, বিএম এহতেশাম ও কালুখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনায়েত শেখ।
মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মামলার বাদী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা, মেরে ফেলে ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না। এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি, আদালতে সুষ্ঠু বিচার পাবো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply