চট্টগ্রাম সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্ক সংলগ্ন সরকারী জায়গায় অবৈধ দখলে থাকা ১৩টি স্থাপনা উচ্ছেদ করে প্রায় আড়াই একর সরকারী জায়গা দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়,ইতিপূর্বে অবৈধ দখলদারদের খাস জায়গা থেকে চলে যাওয়ার জন্য বারবার নোটিশ প্রদান করা হয়। কিন্তু নোটিশ দেওয়ার পরও সরকারী জায়গা ছেড়ে না দেওয়ায়,
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশনায় এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এবং অভিযানে সার্বিক সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।