সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এবং চট্টগ্রামের এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
বুধবার সকাল ৯ টায় খাগড়াছড়ির দীঘিনালায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ ২০২৩ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
এসময় তিনি দেশ মাতৃকার যে কোন সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহবান জানান।
উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।,কর্নেল আ স ম বদিউল আলম, এএফডব্লিউসি, পিএসসি জি+ শাখা, ডিজিএফআই, খাগড়াছড়ি, কর্ণেল রুসলান উর রহমান, পিএসসি, কর্ণেল স্টাপ, ২৪ পদাতিক ডিভিশন,লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি, অধিনায়ক ৫৪ বিজিবি,ডেট কমান্ডার, এএসইউ,খাগড়াছড়ি শাখা, অধিনায়ক ২৪ এফআইইউ, চট্টগ্রাম।
রিক্রুট ব্যাচে ২০২৩ -য়ে ৮৭১ জন নবীন সদস্য ৯ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।