ইন্ডাষ্ট্রীয়াল গ্লোবাল ইউনিয়ন, শিপব্রেকিং অ্যাফিলিয়েটস “বিএমএফ” ও “বিএমসিজিটিডাব্লিওএফ” এর উদ্যোগে (২০ অক্টোবর ২০২৩ ইং) রোজ শুক্রবার দিনব্যাপী একটি মেডিক্যাল টিম জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিক ও তাদের পরিবারদের কে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
সীতাকুন্ডের মাদামবিবির হাটে অনুষ্ঠিত উক্ত মেডিক্যাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক সদস্য কে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।
এসময় চট্টগ্রাম কল কারখানা প্রতিষ্ঠানের পরিদর্শক বিভাগের সহকারী পরিদর্শক ডাক্তার গোলাম মোস্তফা,
“বিএমসিজিটিডাব্লিওএফ” এর সাধারন সম্পাদক
“চট্টগ্রাম বিভাগ”, ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী,
উভয় ফেডারেশনের সংগঠক মো. ইদ্রিস,জীন,শহীদ,নবীউল ও এবাইদুল সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply