প্রাইভেট কারচালক ও বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সক্রিয় কর্মী ও সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ সোহেল (৩৮) সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেছে।
সূত্রে জানাযায়, মোঃ সোহেল পূজার লোকদের ভাড়া নিয়ে ঘোড়ামারা থেকে আজ (২৩ অক্টোবর ২০২৩ ইং) রোজ মঙ্গলবার ভোরে নগরীতে ফৌজদারহাট-বায়েজিদ লিংরোড দিয়ে যাওয়ার পথে গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে মারাত্বক দূর্ঘটনায় কবলিত হয়, এতে সোহেল সহ আরো তিন যাত্রী এ দূর্ঘটনার শিকার হন।
সোহেলকে মারাত্মক আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানায়।
সোহেল সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা ছড়ারকুল গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে।বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শওকত হোসেন 'পিপিএম' তার মৃত্যুর সংবাদ শুনে তাঁর কর্মীদের কে নিয়ে
হাসপাতালে ছুটে যান।
তিনি লাশ গ্রহন করে বাড়ীতে নিয়ে যান এবং দাফন পর্যন্ত সেখানে অবস্হান করেন। এসময় তিনি মন্তব্য করেন সোহেল আমাদের সক্রীয় কর্মী ছিল,মানুষের আপদেবিপদে তাকে পাওয়া যেতো,তাঁর এই মৃত্যুতে সংগঠনের খুব ক্ষতি হয়ে গেল। তিনি সোহেলের আত্মার মাগফেরাত কামনা করেন।