নয়াপল্টনে বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশে পুলিশের হামলা। সমাবেশ চলাকালে হঠাৎ দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে আসে। একসময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড সমাবেশে মারতে থাকে।
মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারাদেশে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
বেলা ৩টার দিকে নয়াপল্টনের মহাসমাবেশস্থলের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রচার করেছেন।
ওদিকে জামায়াত ইসলামকে সমাবেশ করতে না দিতে চাইলেও মতিঝিল শাপলা চত্তরে জামায়াত তাদের সমাবেশ ঠিকই করেছে। পুলিশের বাঁধা অতিক্রম করেই তারা শান্তিপূর্ণ সমাবেশ করেছে।
জানাযায়, জামায়াত ও আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
বিএনপির মহা-সমাবেশে বিএনপি, আওয়ামিলীগ, ও পুলিশের ত্রিমুখী হামলায় নিহত হয়েছেন একজন পুলিশ ও বিএনপির একজন কর্মী।