বিএনপির ডাকা হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটিতে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভুঁইয়া্সহ শতাধিক নেতাকর্মী।
এসময় বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন।
একই সাথে সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন তারা। তবে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply