গরীবের ডাক্তার নামে খ্যাত রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডা.গোলাম কাজেম আলী আহমাদকে গতরাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি, রাজশাহীর অন্যতম সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ গোলাম কাজেম আলী আহমাদকে গতরাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
জানাযায়,নিহত ডাক্তার তাঁর নিজ চেম্বার থেকে বাসায় ফেরার পথে রাজশাহীর বর্ণালী মোড়ে পৌঁছালে একদল সন্ত্রাসী হঠাৎ মাইক্রোতে করে তাঁর সামনে এসে তাঁর পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে সন্ত্রাসীরা দ্রুত সেখান থেকে সরে পড়ে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারনা নিহত গরীবের ডাক্তার নামে খ্যাত এই চিকিৎসক ছাত্র জীবনে শিবির করতো তাই হয়তো একটি পক্ষ তাকে সহ করতে না পেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অবিলম্বে এই খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে স্থানীয় লোকজন ও বিভিন্ন সামাজিক সংগঠন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply