চট্টগ্রাম আনোয়ারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় এক নারী (২৮) ল্যাব কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আনোয়ারা থানায় গত ৩১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধন/২০০৩ এর ৯(১) ধারায় মামলা করা হয়।
মামলার পর অভিযুক্ত প্রবাসী মিনহাজুল ইসলাম (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগপত্রে জানা যায়, ঘটনার শিকার নারী চাতরি চৌমহনী বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। সে সুবাধে বিবাদী ও তার পরিবারের সাথে পরিচয়। পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মিনহাজ ও তার পরিবারের সদস্যরা ঔ নারীর সাথে ফোনে নিয়মিত যোগাযোগ করতেন।
এক পর্যায়ে মিনহাজ বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরবর্তীতে অভিযুক্ত মিনহাজের চাপে ঔ নারী চাকরি ছেড়ে দেন। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বৈরাগ ইউনিয়নের তেলের দোকানের উত্তর পার্শ্বে রহিম ড্রাইভারের ভাড়া বাসায় তাকে নিয়ে বসবাস করতে থাকেন।
অভিযোগে বলা হয় গত ১৮ জুন রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এতে ভিকটিমকে বাধ্য হয়ে থানায় মামলা করে।
চট্টগ্রাম আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় দৈনিক সরেজমিন কে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না আরো কিছু তদন্ত দরকার আছে