চট্টগ্রাম সীতাকুণ্ডে মোটর সাইকেলে করে দুই আরোহী DAB নামক একটি লড়িগাড়ীতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, (০১নভেম্বর ২০২৩) বুধবার বিকাল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌরসদরের উত্তরে শেখ পাড়া নামক স্হানে মোটর সাইকেলে করে ২ জন আরোহী এসে ঢাকামুখী রড বোঝাই একটি লড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে লড়ির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। লড়িটি এমএমটি ট্রান্সপোর্ট কোম্পানীর গাড়ি এবং স্হানীয় সাংসদ সদস্য দিদারুল আলমের তত্ত্বাবধানে সমগ্র বাংলাদেশে এই কোম্পানির গাড়িগুলো চলাচল করে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ জানায়,বিকাল তিনটায় মোটর সাইকেল যোগে এসে কে বা কারা এই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।