নিজস্ব প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়ি জেলেপাড়ায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলেদের জাল,দোকান ঘর ও মুরগির খামার সহ ১০ টি স্থাপনা পুড়ে ছাই হয়েগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকার মতো হয়েছে বলে জানাযায়। গত বৃহস্পতিবার গভীররাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ধুমোরকুল জেলে পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক দূর্যোধন জলদাস জানান,মধ্যরাতে প্রাকৃতিক কর্ম সারতে ঘর থেকে বের হন তিনি। এই সময় তার জাল রাখার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ইলিয়াস,শামসুল আলম জাহেদুল আলম,ইউসুফ,রুপন জলদাস ও বিন্দুলাল জলদাসের দোকানঘর সহ পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ঘর ও মুরগির খামারে আগুণ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তার আত্নচিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
দূর্যোধন জলদাস আরো অভিযোগ করে বলেন,পূর্ব বিরোধের জের ধরে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে তার জাল রাখার ঘরে আগুন লাগিয়েছে। গত চার দিন আগে তার একটি নৌকায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তার চারদিন পর বৃহস্পতিবার রাতে ফের তার জাল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তারা।
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম বলেন,আগুনে জেলেদের জাল রাখার ঘর,দোকান ঘর ও মুরগির খামার সহ দশটি স্থাপনা সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ১০ টি বসত ঘর,জালসহ সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply