ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটির অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের কো-চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মীর, অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার সুমন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব লায়ন এএসএম হোসাইনুর জামান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাজুদুর রহমান মুন, হালিশহর থানা কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন শরীফ, সীতাকুন্ড থানা কমিটির চেয়ারম্যান কামরুন নাহার নিলু ,আকবরশাহ থানা কমিটির সচিব নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ন সচিব মোহাম্মদ ইউচুপ,সীতাকুণ্ড থানা কমিটির কো-চেয়ারম্যান মোঃ ফারুক ,সীতাকুণ্ড থানা কমিটির সচিব মোঃ রাজু আহমেদ সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী (১০ ডিসেম্বর ২০২৩ ইং) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের সকল নেতাও কর্মী ১০ ডিসেম্বর সকাল ৯ ঘটিকার মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নিজ নিজ উদ্যোগে হাজির হওয়ার সিদ্ধান্ত উপনীত হয়।