চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,দৈনিক ইনকিলাব পত্রিকার সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক শেখ মোঃ সালাউদ্দিনের ভাই ও সীতাকুন্ড পৌরসদরের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন (৪৫) সোমবার বিকাল চারটায় দীর্ঘদিন ধরে জটিল লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে,এক মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।মঙ্গলবার সকাল এগারটায় শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ,এম সেকান্দর হোসাইন সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি সহ সকল সদস্যবৃন্দ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।