সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে এক প্রবাসীর বাড়িতে একদল ডাকাতের দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা নিয়েগেছে ডাকাতরা।
সূত্রে জানা যাায়,গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেরলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্হ রহমতের পাড়া, ওমান প্রবাসী মোঃ তারেকের ঘরে একদল ডাকাত দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।
ডাকাতদল ঘরের সব কিছু তছনছ করে ঘরের আলমিরা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এব্যাপারে বাঁশবাড়িয়া ইউপি মেম্বার মোহাস্মদ সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ডাকাতদের সনাক্ত করার চেষ্টা করছি।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসার এস আই সুজন জানান,আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ নিয়ে আসে নাই।